দেশজুড়ে

টানা ৩ দিন বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

টানা তিনদিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৭ মার্চ) আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন এ তথ্য জানান।

তিনি বলেন, ১৭ মার্চ থেকে ১৯ মার্চ শনিবার পর্যন্ত বন্দর দিয়ে কোনো ধরনের পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

আব্দুল লতিফ তারিন আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও পবিত্র শব-ই-বরাত উপলক্ষে বাংলাদেশ-ভারতের আমদানি-রপ্তানিকারক, ব্যবসায়ী এবং সিঅ্যান্ডএফ এজেন্টদের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার থেকে স্থলবন্দরের কার্যক্রম আবারও সচল হবে।

সফিকুল আলম/আরএইচ/জিকেএস