দেশজুড়ে

কুড়িগ্রামে ইনজেকশন পাচারের সময় নারী আটক

কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে বিপুল সংখ্যক ইনজেকশন পাচারের সময় শাহেদা (৫০) নামের এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে হাসপাতাল থেকে বের হওয়ার সময় তাকে আটক করা হয়। শাহেদা সদর উপজেলার হলোখানা ইউনিয়নের টাপুরচর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ওই নারী ট্রাভেল ব্যাগে করে পেলটকস-২ ও পেনটিড মেগাপিলের ৩৭০টি ইনজেকশন নিয়ে হাসপাতাল থেকে বের হন। এসময় স্থানীয়রা ব্যাগ খুলে সরকারি ওষুধ দেখতে পেয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, ওই নারীকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ লিংকন জানান, আটক নারীকে পুলিশে দেওয়া হয়েছে। ওষুধগুলো কোথায় পেয়েছেন তিনি বিষয়টি তদন্ত করা হবে।

মাসুদ রানা/আরএইচ/জেআইএম