দেশজুড়ে

৫০ বিঘা জমির কলাবাগান পুড়ে ছাই

পাবনায় মো. ইসলাম প্রামাণিক (আলক সরদার) নামে এক চাষির ৫০ বিঘা জমির কলাবাগান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২০ মার্চ) উপজেলার ভাড়ারা ইউনিয়নের ভাওডাঙ্গার পিরপুর চরে এ ঘটনা ঘটে। এতে ওই চাষির ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. ইসলাম জানান, ১৫ লাখ টাকার ঋণ নিয়ে তিনি ১০০ বিঘা কলার আবাদ করেছিলেন। বাগানে আগুন লাগার কথা শুনে লোকজন নিয়ে বাগানে ছুটে যান। ততক্ষণে প্রায় ৫০ বিঘা জমির কলাগাছ পুড়ে ছাই হয়ে যায়।

তিনি জানান, বাজার মূল্যে তিনি প্রায় ৪০ লাখ টাকার ক্ষতির শিকার হলেন। তার এখন পথে বসার উপক্রম।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. ইসলাম জানান, কেউ শত্রুতাবশত এটা করেছে বলে তার ধারণা। তিনি জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সোমবার (২১ মার্চ) সকাল পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমিন ইসলাম জুয়েল/এফএ/জিকেএস