দেশজুড়ে

দুই ছাগল উপহার পেলেন সেই প্রতিবন্ধী দম্পতি

জামালপুরের সরিষাবাড়ীতে ভালোবাসায় জড়িয়ে ৩৩ বছর ধরে সংসার করে আসা দৃষ্টিপ্রতিবন্ধী সিরাজুল ও শারীরিক প্রতিবন্ধী নূরজাহান দম্পতির পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসার নির্দেশে সোমবার (২১ মার্চ) বিকেলে এ দম্পতির হাতে দুটি ছাগল হস্তান্তর করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান।

সিরাজুল-নূরজাহান দম্পতি প্রতিবন্ধী। স্ত্রী চোখে কিছুটা দেখলেও স্বাভাবিক চলাফেরা করতে পারেন না আর স্বামী দেখতে পান না কিছুই। জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বীর-ধানাটা গ্রামের খাদ্য গোডাউনের পূর্ব পাশের রেললাইন সংলগ্ন ৬০০ টাকা ভাড়ায় টিনশেডের ঝুপড়ি ঘরে বসবাস করে আসছেন তারা।

১৯৮৮ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে একই গ্রামের মজিবুর রহমানের মেয়ে প্রতিবন্ধী নূরজাহানকে বিয়ে করেন সিরাজুল। ৩৩ বছর ধরে একে অন্যের কথা রেখে চলেছেন দুজনই। রোগ-শোক, অভাব-অনটন কোনো কিছুই এক মুহূর্তের জন্যই আলাদা করতে পারেনি তাদের। তাদের নিজেদের কোনো সম্পদ নেই। নিজের ঘরও নেই। অন্যের সাহায্য-সহযোগিতায় বেঁচে আছেন তারা। এরপরও তাদের ভালোবাসার কমতি নেই।

এ নিয়ে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম-এ ‘ভালোবাসার ৩৩ বছর প্রতিবন্ধী দম্পতির’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ প্রতিবেদন নজরে এলে প্রতিবন্ধী দম্পতির খোঁজ নেয় উপজেলা প্রশাসন। পরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

দুটি ছাগল পেয়ে সিরাজুল-নূরজাহান দম্পতি জাগো নিউজকে বলেন, ‘আমাদের নিজের বলতে কিছুই নেই। তবুও দুজন দুজনের প্রতি রয়েছে অগাধ ভালোবাসা। আমরা ভূমিহীন। আজ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছাগল দিয়ে যে উপকার করা হয়েছে তা কখনো ভুলবো না।’

উপ-সহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, এ দম্পতিকে পুনর্বাসনের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান ও ইউএনও উপমা ফারিসা আমার ওপর দায়িত্ব দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে আজ তাদের দুটি ছাগল দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুর রহমান জাগো নিউজকে বলেন, জাগো নিউজের প্রতিবেদনটি আমাদের দৃষ্টিগোচর হওয়ার পর ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় তাদের জন্য ১০ হাজার টাকা সমমূল্যের দুটি ছাগল উপহার দেওয়া হয়। তাদের জন্য দুটি বয়স্কভাতার কার্ডও করা হচ্ছে।

ইউএনও উপমা ফারিসা জাগো নিউজকে বলেন, সরিষাবাড়ীতে ভিক্ষুকমুক্ত করতেই আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা। মূলত জাগো নিউজে তাদের ৩৩ বছরের ভালোবাসার অনন্য দৃষ্টান্ত দেখে উপজেলা সমাজসেবা অধিদপ্তরকে খোঁজ নিতে বলি। পরে তাদের জন্য ১০ হাজার টাকা সমমূল্যের দুটি ছাগলের ব্যবস্থা করা হয়।

মো. নাসিম উদ্দিন/এসজে/এএসএম