ধর্ম

কানাডা যাচ্ছেন কারি শাইখ আহমাদ বিন ইউসুফ

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তৃতীয়বারের মতো কানাডা যাচ্ছেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইকরা) সভাপতি ও বাংলাদেশ কিরাত ইনস্টিটিউটের পরিচালক কারি শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী।

মঙ্গলবার (২২ মার্চ) রাতে টরন্টোর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। আগামী ২৫, ২৬ ও ২৭ মার্চ এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

কানাডার স্ক্যারবোরো মুসলিম অ্যাসোসিয়েশন ও ইসলামিক সেন্টার অব মারখাম এ সম্মেলনের আয়োজন করেছে।

সম্মেলনের কো-অর্ডিনেটর ইউনুস ইনগার এক বিবৃতিতে এসব তথ্য জানান। সম্মেলন শেষে আগামী ৩০ মার্চ দেশে ফিরবেন শাইখ আহমাদ বিন ইউসুফ।

কারি আহমাদ বিন ইউসুফ আযহারী বাংলাদেশে বিশুদ্ধ তিলাওয়াত ও কিরাতের পথপ্রদর্শক কারি মো. ইউসুফের (রহ.) বড় ছেলে।

বিএ/এএসএম