দেশজুড়ে

কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

শেরপুরে কলেজছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে রবিউল ইসলাম নোমান ওরফে জেকসন (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম নোমান পিরোজপুরের জিয়ানগর উপজেলার টেংরাগাতী পাড়েরহাট এলাকার আব্দুল লতিফ সরদারের ছেলে। তিনি উচ্চ আদালত থেকে জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিযা বুলু জানান, শেরপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় রবিউল ইসলাম নোমানের। একপর্যায়ে তাদের মাঝে ঘনিষ্ঠতা বেড়ে উঠে। ২০১৯ সালে ১৩ মার্চ সকালে জেকসনের সঙ্গে সাক্ষাতের জন্য ওই কলেজ ছাত্রী শহরের মুন্সিবাজারের ভূঁইয়া প্লাজার সামনে পৌঁছলে তাকে অপহরণ করে। পরে পরিবারের পক্ষ থেকে মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে কুমিল্লা থেকে অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করে প্রধান আসামিকে গ্রেফতার করে। এরপর তদন্ত শেষে একই বছরের ২৪ আগস্ট জেকসনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

ইমরান হাসান রাব্বী/আরএইচ/এমএস