চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকানসহ দুটি বসতঘর পুড়ে গেছে। এছাড়া আরও ৩০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ২০ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন পার্শ্ববর্তী মুদি দোকান, পেট্রল-ডিজেলের দোকান, গ্যাস সিলিন্ডারের দোকানে ছড়িয়ে পড়লে ভয়াবহ আকার ধারণ করে। সংবাদ পেয়ে হাইমচর ও পার্শ্ববর্তী রায়পুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, একটি খাবারের হোটেল থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে আমরা জানতে পেরেছি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, মূলত ওই বাজারে খোলা ডিজেল ও কেরোসিন তেলের দোকানের সংখ্যা বেশি। এছাড়া গ্যাস সিলিন্ডারেরও অনেকগুলো দোকান রয়েছে। এতে আগুন খুব দ্রুত সময়ে চারদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ৩০টি দোকানের মতো পুড়ে গেছে। এছাড়াও আরও ৩০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
নজরুল ইসলাম আতিক/এসজে/জিকেএস