শরীয়তপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজে ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কবি মফিজুল ইসলাম।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদের সভাপতিত্বে ও অধ্যাপক অরেছুল আজমের সঞ্চালনায় সভায় উপাধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক মো. অলিউর রহমান বক্তব্য রাখেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর না করে ‘অপারেশন সার্চ লাইট’ নামে ইয়াহিয়া সরকার বাঙালীদের ওপর অতর্কিত আক্রমণ করে বলে পূর্বপাকিস্তানে-বাঙালি মানুষ চাই না মাটি থাকলেই হবে। বিষয়টি আঁচ করতে পেরে বঙ্গবন্ধু, আক্রমণ ও তাকে গ্রেফতারের পূর্বে স্বাধীনতা ঘোষণা করেন। শুরু হয় প্রতিরোধ যুদ্ধ।
প্রধান অতিথি তার স্মৃতিচারণে স্থানীয় মধ্যপাড়ার মর্মন্তুদ গণহত্যার বিষয়টি কান্না জড়ানো কণ্ঠে বর্ণনা করেন। তখন সভাকক্ষে এক ভাবগাম্ভীর অবস্থা বিরাজ করে। উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের চোখ মুছতে দেখা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা কবি মফিজুল ইসলাম বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতাসহ মুক্তিযুদ্ধ বিষয়ক বেশ কয়েকটি কবিতা পাঠ ও আবৃতি করেন এবং মহান মুক্তিযুদ্ধে তার প্রশিক্ষণ ও সশস্ত্র অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেন। এক পর্যায়ে প্রধান অতিথির সঙ্গে উপস্থিত অধ্যাপক মণ্ডলী ও ছাত্র-ছাত্রীদের জয় বাংলা শ্লোগান ধ্বনিতে অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে।
মো. ছগির হোসেন/আরএইচ/জিকেএস