দেশজুড়ে

কয়েলের আগুনে পুড়লো গরুসহ ৬ ঘর

কুড়িগ্রামে কয়েলের আগুনে গরুসহ ছয়টি ঘর পুড়ে গেছে। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীদের দাবি।

শুক্রবার (২৫ মার্চ) ভোরে সদর উপজেলার মণ্ডলপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন নুর মিয়ার পরিবার। শুক্রবার ভোরে আগুন দেখে ঘর থেকে বেরিয়ে চিৎকার শুরু করেন তিনি। পরে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনে ছয়টি ঘর, একটি গরু, নগদ দেড় লাখ টাকা, ৪৫ মণ ধান ও অন্তত ২৫টি হাঁস-মুরগি পুড়ে ছাই হয়েছে। পরে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় ইউপি সদস্য গোলজার হোসেন জানান, কয়েলের আগুনে নুর মিয়ার একটি গরু, ছয়টি ঘরসহ সবকিছুই পুড়ে যায়।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ বলেন, একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কয়েল থেকে থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ক্ষতিগ্রস্ত পরিবারটি জানিয়েছে।

মাসুদ রানা/আরএইচ/জিকেএস