জাতীয়

সোহরাওয়ার্দী উদ্যানে ‘জয় বাংলার জয়োৎসব’ শুরু

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে পাঁচদিনব্যাপী ‘জয় বাংলার জয়োৎসব’ কর্মসূচি রাজধানীর ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এ জয়োৎসব শুরু হয়। ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যার ওপর নির্মিত তথ্য ও প্রামাণ্যচিত্র 'সেই রাতের কথা বলতে এসেছি' দিয়ে শুরু হয় এ উৎসব।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। দর্শক সারিতে এ সময় প্রায় এক হাজার লোক উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৩ মার্চ এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছিলেন, সম্প্রতি ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করায় এ উদযাপনের নামকরণ করা হয়েছে ‘জয় বাংলার জয়োৎসব’।

পাঁচদিনব্যাপী এ কর্মসূচির মধ্য দিয়ে একই সঙ্গে জাতীয় গণহত্যা দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবসও পালন করা হবে। এ কর্মসূচির আওতায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসে সারাদেশে রাত ৯টায় এক মিনিটের জন্য ব্ল্যাকআউট পালন করা হবে।

ব্যতিক্রমধর্মী এ কর্মসূচির প্রথম চারদিনের অনুষ্ঠান সোহরাওয়ার্দী উদ্যানে হবে। পঞ্চম দিনের সমাপনী কর্মসূচি অনুষ্ঠিত হবে হাতিরঝিলে।

আরএসএম/এমপি/এএসএম