দেশজুড়ে

হারিয়ে যাওয়া শিশু আছমাকে খুঁজছে পরিবার

নোয়াখালীর চাটখিলের শিশু আছমা আক্তারকে (৫) খুঁজে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে শিশুটি আর ফিরে আসেনি।

এ নিয়ে শুক্রবার (২৫ মার্চ) চাটখিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আছমার বাবা মো. শাহাজাহান।

তিনি বলেন, শিশু আছমা বৃহস্পতিবার দুপুর দেড়টায় তাদের বাড়ির বাইরে গিয়ে আর ফিরে আসেনি। তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন ভেঙে পড়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জাগো নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ শিশু আছমাকে খোঁজার চেষ্টা করছে। থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এমআরআর/এএসএম