দেশজুড়ে

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিলুপ্ত কমিটির সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান।

শুক্রবার (২৫ মার্চ) রাত ৯টা ৪০ মিনিটে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক জাহিদুল ইসলাম নোমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ওই কমিটি বিলুপ্ত করেন।

সূত্র জানায়, ২০১৮ সালের ২৫ এপ্রিল শরীফকে সভাপতি ও নিশানকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিলো। মেয়াদোত্তীর্ণ হওয়ায় ওই কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে আগামী ৭ কার্যদিবসের মধ্যে নতুন কমিটির জন্য সভাপতি-সম্পাদক পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়েছে। লক্ষ্মীপুরে সশরীরে উপস্থিত হয়ে প্রার্থীদের কাছ থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের নাজমুল হক সিদ্দিকি নাজ, আইনবিষয়ক সম্পাদক শাহেদ খান ও সহ-সম্পাদক জাহিদুল ইসলাম নোমান জীবন বৃত্তান্ত সংগ্রহ করবেন।

বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান বলেন, কমিটি বিলুপ্তির বিষয়টি ফেসবুকে দেখছি। কেন্দ্র থেকে আমাদের কোনোকিছু জানানো হয়নি।

কাজল কায়েস/এমআইএইচ/এমএস