টেনিস ক্যারিয়ারে কবে ইতি টানবেন, তা এখনই ঠিক করেননি সানিয়া মির্জা। তবে ক্যারিয়ার যখনই শেষ করেন না কেন এর আগে একটি স্বপ্ন পূরণ করতে চান এই ভারতীয় টেনিস সেনসেশন। টেনিসকে বিদায় জানানোর আগে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থাকতে চান সানিয়া। আন্তর্জাতিক টেনিসের শীর্ষ নারীতারকা হিসেবেই ক্যারিয়ার শেষ করার স্বপ্ন তার।সানিয়া বলেছেন, বর্তমানে আমি বিশ্ব র্যাঙ্কিংয়ের ৬ নম্বরে রয়েছি। তবে অবসরের আগে অবশ্যই এক নম্বর স্থানটিতে থাকতে চাই।২০১৪ সালটা সানিয়ার ভালই কেটেছে। ডাবলস ও মিক্সড ডাবলসের বেশ কয়েকটি শিরোপা জিতেছেন তিনি। চলতি বছরের অর্জন নিয়ে সানিয়া সন্তুষ্ট। তবে ২০১০ সালের স্মৃতি ভুলে যেতে চান তিনি। সানিয়া বলেন, ‘২০১০ সালটা আমার ক্যারিয়ারের জন্য ছিল কঠিন একটি বছর।’ক্যারিয়ারে উত্থান-পতন থাকবেই। এ জন্য সময় সময় অনেক সমালোচনাই হজম করতে হয় একজন ক্রীড়াবিদকে। সানিয়ার মতে, ‘সমালোচনাকে ভয় পাই না কখনই। ক্যারিয়ারের শুরুতে অনেক সমালোচনা হজম করেছি। কিন্তু সময়ের আবর্তে এ সব সমালোচনাকে জয়ও করেছি।’সানিয়া আরেকবার সবাইকে স্মরণ করে দিয়ে বলেন, ‘সুনাম বা অর্থের জন্য টেনিস খেলি না আমি। খেলাটাকে ভালবাসি বলেই টেনিসের র্যাকেট হাতে নিয়েছি।’