কক্সবাজার গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে প্রথম কেএসআরএম ইনডিপেনডেন্ট কাপ ‘গলফ টুর্নামেন্ট-২০২২’ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) থেকে শনিবার (২৬ মার্চ) পর্যন্ত এ টুর্নামেন্টের আয়োজন করে ইস্পাত শিল্পপ্রতিষ্ঠান কেএসআরএম।
কক্সবাজার গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. ফকরুল আহসান বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এসময় ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেইন, কেএসআরএমের পরিচালক (প্ল্যান্ট) কমোডর (অব.) এমএস কবির, মহাব্যবস্থাপক (মার্কেটিং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) কর্নেল (অব.) মো. আশফাকুল ইসলাম, মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) সৈয়দ নজরুল আলম, ব্যবস্থাপক (ব্রান্ড) এসএম মাহমুদুল হাসান ও জ্যেষ্ঠ কর্মকর্তা মিজান উল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ইস্পাত প্রস্তুতকারি শিল্পপ্রতিষ্ঠান কেএসআরএম এ টুর্নামেন্টের আয়োজন করায় আমরা আনন্দিত। আমার বিশ্বাস এ ধরনের নিয়মিত আয়োজন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখবে।
কেএসআরএমের পক্ষে কমোডর (অব.) এমএস কবির প্রধান অতিথি ও টুনার্মেন্ট সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে আয়োজনের ধারাবাহিকতা রক্ষার আশাবাদ ব্যক্ত করেন।
পরবর্তী সময়ে র্যাফেল ড্র ও খেলোয়ারদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এমআইএইচ/এমএস