নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিখোঁজ হওয়ার এক সপ্তাহেও খোঁজ মেলেনি মোবারক হোসেন (১৫) নামে এক কিশোরের। গত সোমবার (২১ মার্চ) নিখোঁজ হয় সে।
এ ঘটনায় গত বৃহস্পতিবার (২৪ মার্চ) মোবারকের বাবা হেলাল উদ্দিন সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সে সিদ্ধিরগঞ্জের ফকিরবাড়ি এলাকার বাসিন্দা।
জিডি সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার একটি মশারির কারখানায় কাজ করতো মোবারক। প্রতিদিনের মতো গত ২১ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে কারখানায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয় সে। এরপর আর বাসায় ফেরেনি। পরিবারের সদস্যরা তার কর্মস্থলে যোগাযোগ করে জানতে পারে সেদিন সে কাজেও যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। পুলিশ মোবারককে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রাশেদুল ইসলাম রাজু/এমআরআর/জিকেএস