গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী জেবিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুর রশিদ ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হান্নান মোল্লার বিরুদ্ধে অর্থআত্মসাতের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বিদ্যালয়টির ছাত্র অভিভাবক মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে গত বৃহস্পতিবার (২৪ মার্চ) গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন।
মামলায় তিনি উল্লেখ করেন, ২০১৯ সালের ১৩ জুন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুর রশিদ ও তৎকালীন সভাপতি হান্নান মোল্লা ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত ছাড়া বিদ্যালয়ের জনতা ব্যাংক কোটালীপাড়া শাখার সঞ্চয়ী হিসাব থেকে চেকের মাধ্যমে দেড় লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।
পরে আদালত মামলাটি আমলে নিয়ে কোটালীপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে আগামী ২১ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বিষয়টি নিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক শেখ আব্দুর রশিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ২০১৯ সালের প্রথম দিকে বিদ্যালয়ের নৈশপ্রহরী আব্দুল হালিমের বিদ্যালয়ের এক আয়াকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বৈঠক হয়। সালিশে আব্দুল হালিমের দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ জরিমানার টাকা বিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখা হয়েছিল। সেই টাকা উত্তোলন করে আব্দুল হালিমকে দিয়ে দেওয়া হয়েছে।
তবে বিদ্যালয়ের নৈশপ্রহরী আব্দুল হালিম বলেন, অন্যায়ভাবে আমার দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছিল। জরিমানার টাকা আমি বিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়েছিলাম। সেই টাকা আমাকে প্রধান শিক্ষক আব্দুর রশিদ ও সাবেক সভাপতি হান্নান মোল্লা ফেরত দেননি।
জানতে চাইলে ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হান্নান মোল্লা বলেন, যেহেতু বিষয়টি নিয়ে আদালতে মামলা হয়েছে সেহেতু আইনের মাধ্যমেই ফয়সালা হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান জাগো নিউজকে বলেন, মামলার কপি আমি পেয়েছি। নির্ধারিত তারিখের মধ্যেই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।
এমআরআর/জিকেএস