টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ হায়দার খানকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (২৬ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে অব্যাহতি দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফিরোজ হায়দার খান দলের নির্দেশনা উপেক্ষা করে ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন। এজন্য তিনি ওই বছরের ৬ মার্চ দলের প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। পরে ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত হন। এরপর তিনি বিএনপির কোনো কর্মকাণ্ডে আর অংশ নেননি।
এদিকে, গত ১০ মার্চ মির্জাপুর উপজেলা বিএনপির ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হলেও তাতে ফিরোজ হায়দার খানের নাম ছিল না। কমিটিতে স্থানীয় সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকীর স্ত্রী ফাতেমা আজাদ সিদ্দিকীকে আহ্বায়ক করা হয়।
ওই কমিটি বাতিলের দাবিতে গত কয়দিন ধরে ফিরোজ হায়দার খান মির্জাপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনসহ বিক্ষোভ মিছিল ও সভা-সমাবেশ চালিয়ে আসেন। পরে তার ২০১৯ সালের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেয় দল। শনিবার রিজভী স্বাক্ষরিত চিঠিতে তার পদত্যাগপত্র গ্রহণ করার বিষয়টি জানানো হয়।
এ বিষয়ে ফিরোজ হায়দার খান বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়াসহ শারীরিক অসুস্থতার কারণে তিনি দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারেননি। এখন সুস্থ হয়েছেন। দলের প্রাথমিক সদস্যপদ লাভের জন্য নির্ধারিত পথ অনুসরণ করবেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ফিরোজ হায়দার খান বিএনপির কেউ নন। দল থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে করা তার আবেদনটি দলের মুখপাত্র গ্রহণ করেছেন।
এস এম এরশাদ/এমআরআর/জিকেএস