পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে এবার ভেসে এসেছে ৪ ফুট দৈর্ঘ্যের একটি মৃত পরপয়েজ ডলফিন। যার শরীরে কোনো দাগ না থাকলেও উপরের আবরণটা উঠে গেছে।
সোমবার (২৮ মার্চ) সকাল ৭টায় ঝাউবন পয়েন্ট এলাকায় এটিকে দেখতে পান কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু। পরে অন্যান্য ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেওয়া হয়।
বাচ্চু জাগো নিউজকে জানান, প্রায় ৪ ফুট দৈর্ঘ্য ও ১ ফুট প্রস্থের ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন না থাকলেও উপরের আবরণটা উঠে গেছে। ধারণা করা হচ্ছে, আজ (রোববার) রাতে এটার মৃত্যু হয়েছে। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা এটাকে মাটিচাপা দেয়।
পটুয়াখালী জেলা ইউএস-এইড/ইকো-ফিস ২, ওয়ার্ড ফিস বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জাগো নিউজকে জানান, আজ যে ডলফিনটি মৃত্য অবস্থায় ভেসে এসেছে এটি মূলত পরপয়েজ জাতের বাচ্চা ডলফিন। আমাদের ব্লু-গার্ড সদস্যদের পাঠিয়ে এটার স্যাম্পল সংগ্রহ করে রাখবো।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জাগো নিউজকে জানান, আজকের ডলফিনটি আকারে ছোট, এটা বাচ্চা পরপয়েজ। চলতি মাসেই কুয়াকাটা সৈকতে বেশ কয়েকটি মৃত কচ্ছপ ও ডলফিন আসলো। এগুলো জেলেদের জালে, বড় সামুদ্রিক যানের ধাক্কায় এবং বয়সের আধিক্যের কারণে মারা যাচ্ছে। আমরা বিষয়টা নিয়ে বেশ উদ্বিগ্ন।
আসাদুজ্জামান মিরাজ/এফএ/জিকেএস