দেশজুড়ে

আয়রন ট্যাবলেট খেয়ে ছাত্রীর মৃত্যু: তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

ঝিনাইদহ সদর উপজেলায় আয়রন ট্যাবলেট খাওয়ার পর রেবা খাতুন (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রকৃত কারণ জানতে স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ও জেলা সিভিল সার্জন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এসময় দোষীদের শাস্তি চেয়ে তদন্ত টিমের সামনে বিক্ষোভ করেছে ওই শিক্ষার্থীর সহপাঠীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে সদর উপজেলার হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে সবার সঙ্গে কথা বলেছি। মেয়েটির পরিবারের সঙ্গেও দেখা করেছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, আয়রন ট্যাবলেট খাওয়ার কিছুক্ষণ পরে মেয়েটি বাথরুমে যায় এবং বের হয়েই অসুস্থ হয়ে পড়ে। এর প্রায় ৪০ মিনিট পর রেবা খাতুন মারা যায়। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই চূড়ান্তভাবে জানা যাবে কেন ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, শিক্ষার্থীরা তাদের সহপাঠীর মৃত্যুর ঘটনায় একটু উত্তেজিত হয়েছিল। তবে তাদেরকে শান্ত করে ঘটনার সঠিক বিচারের আশ্বাস দিলে তারা বাড়ি ফিরে যায়। এছাড়া কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আব্দুল্লাহ আল মাসুদ/এমআরআর/এমএস