নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় লিলি কেমিক্যাল কোম্পানি নামে একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (২৯ মার্চ) রাত ১১টায় ভুলতা দক্ষিণ গোলাকান্দাইল এলাকার কারখানাটিতে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে রাত ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আটজন দগ্ধ হয়েছেন। তারা হলেন- বায়েজিদ, রোকন, খাদেমুল, সজীব, রিপন, মেহেদী, রাসেল ও আকালু। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমরা সংবাদ পাওয়ার সাথে সাথেই দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। আমাদের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্যামিকেল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মোবাশ্বির শ্রাবণ/এমআরএম