খেলাধুলা

আবারও জয়ের দেখা পেল টাইগাররা

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের জিম্বাবুয়ের বিপক্ষে ২য় ম্যাচেও জয় পেল বাংলাদেশে। সফরকারী জিম্বাবুয়েকে ৬৮ রানে হারিয়ে সিরিজে ২-০ তে এগিয়ে গেল টাইগাররা।স্বাগতিকদের ২৫১ রানের জবাবে ৪৪.১ ওভারে ১৮১ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। দলের পক্ষে আরাফাত সানি একাই নিয়েছেন সর্বোচ্চ চারটি উইকেটে। `নড়াইল এক্সপ্রেস`খ্যাত মাশরাফি বিন মর্তুজা নিয়েছেন তিনটি উইকেট। ব্যাটিংয়ের শুরুতেই বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। দলীয় ৫০ রানের মধ্যে চারটি উইকেটের পতন ঘটে সফরকারীদের। প্রথম ওভারের শেষ বলেই জিম্বাবুয়ের শিবিরে প্রথম আঘাত হানেন মাশরাফি। হ্যামিল্টন মাসাকাদজাকে শূন্য রানে সাজঘরে পাঠান তিনি। সপ্তম ওভারের শেষ বলে দলীয় ৩৭ রানের মাথায় ভুসি সিবান্দাকে (২১) বোল্ড করে মাঠ ছাড়া করেন মাশরাফি। এরপর নবম ওভারে আবারও আঘাত হানেন মাশরাফি। মাশরাফির বলে মাহমুদুল্লার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন সিকান্দার রাজা (১৬)। এরপর দলীয় ৫০ রানের মাথায় আরাফাত সানির বলে মাহমুদুল্লার হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন ব্রেন্ডন টেইলর (৮)। দলীয় ৫০ রানে চার উইকেট পতনের পর বিপর্যয় কাটিয়ে উঠতে দলের হাল ধরেন রেগিস চাকাবভা ও সলোমন মায়ারে। তবে বেশিক্ষণ টিকে থাকেনি এই জুটি। আল-আমিনের বলে মাশরাফির হাতে ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়েন চাকাবভা (৩২)। এরপর সাকিব আল হাসানের বলে আরাফাত সানির চমৎকার ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন সলোমন মায়ার। তবে এরপর আর কেউই বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। এর আগে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেটে ২৫১ রান করে বাংলাদেশ। চমৎকার সূচনার পর ধস নামে বাংলাদেশের ব্যাটিংয়েও। দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয় মিলে ১৫৮ তুলেন। ৭৫ রান করে তামিম ফিরে যাওয়ার এক বল পরেই আউট হন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাকিব আল হাসান। অপর ওপেনার বিজয় ফিরে যান দলীয় ১৭৩ রানের মাথায়। আউট হওয়ার আগে ৮০ রান করেন বিজয়। দুই বল পরে আবারও উইকেট পাওয়ার উল্লাসে মাতেন জিম্বাবুয়ের বোলার পানিয়াঙ্গারা। দুই বল মোকাবেলা শেষে কোনো রান না করেই ফিরে যান আগের ম্যাচে ঝড়ো ইনিংস খেলা সাব্বির। এরপর মুশফিকের সঙ্গে জুটি গড়েন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে বেশিক্ষণ টিকেনি তাদের জুটিও। কামুঙ্গুজির করা ৪৪তম ওভারে পরপর দুই বলে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ ও মুশফিক। এর আগে প্রথম ওয়ানডেতে ৮৭ রানে জিতে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। এর আগে টেস্ট সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা। এবার ২য় ওয়ানডেতে জয় পেয়ে সিরিজে ২-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।সংক্ষিপ্ত স্কোর:বাংলাদেশ: ৫০ ওভারে ২৫১/৭ (তামিম ৭৬, এনামুল ৮০, সাকিব ০, মুশফিক ২৭, সাব্বির ০, মাহমুদুল্লাহ ১২, মুমিনুল ৩৩*, মাশরাফি ৬, রুবেল ৫*; কামুনগোজি ২/৩৮, পানিয়াঙ্গারা ২/৫১, সিবান্দা ১/৪৫, চাটারা ১/৫৮)জিম্বাবুয়ে: ৪৪.৫ ওভারে ১৮৩ (মাসাকাদজা ০, রাজা ১৬, সিবান্দা ২১, টেইলর ৮, মায়ার ৫০, চাকাভবা ৩২, চিগুম্বুরা ৩৮, পানিয়াঙ্গারা ৮, নিউম্বু ০, চাটারা ১*, কামুনগোজি ০; সানি ৪/২৯, মাশরাফি ৩/৩৪, সাকিব ১/১৮, আল-আমিন ১/৪৪)ফলাফল : বাংলাদেশ ৬৮ রানে জয়ী।