দেশজুড়ে

বিশ্বের ৮০ শতাংশ ইলিশই বাংলাদেশে: শ ম রেজাউল

বিশ্বে যত ইলিশ মাছ উৎপাদন হচ্ছে তার ৮০ শতাংশ বাংলাদেশে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেন, বিশ্বের কাছে ইলিশ উৎপাদনে বাংলাদেশের যে অবস্থান তা সবার সম্মিলিত প্রচেষ্টায় এবং প্রধানমন্ত্রীর সময় উপযোগী বিভিন্ন পদক্ষেপের কারণে। আমরা আজকে যে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করছি তার লক্ষ্য কেউ যেন জাটকা আহরণ, বিপণন ও বাজারজাত না করে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে মুন্সিগঞ্জের সরকারি লৌহজং কলেজ প্রাঙ্গণে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ছোট ছোট জাটকা আমরা ধরতে যাবো না। এ মাছ বড় হলে মৎস্যজীবীরাই কিন্তু বিক্রি করে অতিরিক্ত টাকা পাবে। একইসঙ্গে সাধারণ মানুষ বড় মাছের স্বাদ পাবে। তাই সবাই এক হয়ে জাটকা নিধন বন্ধে কাজ করতে হবে।

বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন পর্যায়ে অভয়াশ্রম করা, বিভিন্নভাবে গবেষণা করাসহ এ খাতকে পৃষ্ঠপোষকতা করছেন বর্তমান সরকার। যে সময় মা ইলিশ আহরণ ও জাটকা আহরণ বন্ধ থাকবে সে সময় মৎস্যজীবীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় এজন্য ভিজিডির সাহায্য দেওয়া হচ্ছে। তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান কিছু কিছু বিষয় শক্ত অবস্থানে থাকবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন (এমিলি), মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক, বাংলাদেশ নৌ-পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. শফিকুল ইসলাম (বিপিএম-বার), জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার আব্দুল মোমেন প্রমুখ।

পরে লৌহজং সংলগ্ন পদ্মা নদীতে এক বর্ণাঢ্য নৌ র‍্যালি অনুষ্ঠিত হয়। ৩১ মার্চ থেকে আগামী ৬ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হবে। এ সময় জাটকা নিধন, পরিবহন ও বাজারজাতকরণ সম্পূর্ণ বেআইনি।

আরাফাত রায়হান সাকিব/এসজে/জিকেএস