নোয়াখালীর কবিরহাটে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নির্মাণাধীন একটি সেতুর কয়েকটি সুরক্ষা পিলার ভেঙে গেছে। এ নিয়ে বাল্কহেডের ধাক্কায় চারবার ক্ষতিগ্রস্ত হলো সেতুটি।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার ধানশালিক ইউনিয়নের চাপরাশি খালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুর পৌনে ১২টার দিকে নির্মাণাধীন ব্রিজের পূর্বপাশে চট্টগ্রাম থেকে বালু নিয়ে আসা একটি বাল্কহেড ব্রিজের সুরক্ষা পিলারে ধাক্কা দিয়ে উত্তর দিকে চলে যায়। এতে স্টিলের বেশ কয়েকটি খুঁটি ভেঙে গেছে।
সড়ক ও জনপদ বিভাগ জানায়, চাপরাশি খালের ওপর আগে একটি স্টিলের সেতু ছিল। সেটি যাতায়াতের অনুপযোগী হওয়ায় ২০২০ সালের ডিসেম্বর মাসে নতুন পাকা সেতু নির্মাণের কাজ শুরু করে সড়ক বিভাগ। এরই মধ্যে ঢালাইয়ের কাজও শেষ হয়ে গেছে। ১৮ কোটি টাকা ব্যয়ে ৯৭ মিটারের সেতুটি নির্মাণ করছে সড়ক বিভাগের নিয়োজিত ঠিকাদার এম এম বিল্ডার্স।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার মো. ইউছুফ ইউহানা অভিযোগ করে জাগো নিউজকে বলেন, ‘কোনো সেফটি ছাড়াই বাল্কহেডগুলো চাপরাশি খালে বালু নিয়ে আসে। এগুলো জোয়ারে ভেসে এসে বারবার নির্মাণাধীন সেতুর গার্ডার ক্ষতিগ্রস্ত করছে এবং সুরক্ষা পিলার ভেঙে ফেলছে। এ নিয়ে বাল্কহেডের ধাক্কায় চারবার সেতুটি ক্ষতিগ্রস্ত হলো।’
এ বিষয়ে নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্যাহ বলেন, ‘উপ-বিভাগীয় প্রকৌশলী নিজাম উদ্দিন সরেজমিন সেতুটি পরিদর্শন করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস