মুন্সিগঞ্জের শ্রীনগরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের অভিযোগে আইয়ুব খান (৫৮) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ভাগ্যকূল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আইয়ুব খান ওই এলাকার মৃত খালাই খানের ছেলে। তিনি তিন সন্তানের জনক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২৮ মার্চ ওই ছাত্রীকে বাড়িতে রেখে বাবা-মা পদ্মা নদীর চরে সরিষা তুলতে যান। এ সুযোগে আইয়ুব খান ঘরে ঢুকে হত্যার হুমকি দিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। এ ঘটনার পর ওই ছাত্রী নিশ্চুপ হয়ে যায়। মেয়ের আচরণের পরিবর্তন দেখে তার মা তাকে জিজ্ঞাসাবাদ করলে বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ষণের ঘটনা জানায়। পরে ভুক্তভোগীর পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করলে রাত ৯টার দিকে আইয়ুব খানকে গ্রেফতার করে পুলিশ।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জাগো নিউজকে জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক আইয়ুব খানকে গ্রেফতার করা হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরাফাত রায়হান সাকিব/আরএইচ/এমএস