সুনামগঞ্জের দিরাই উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তিন শিশু হলো- চান্দপুর গ্রামের প্রদীপ দাসের ছেলে প্রমিত দাস (৫), দিপু দাসের ছেলে রক্তিম দাস (৬) ও দীপক দাসের মেয়ে বৃন্দা (৭) দাস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ওই তিন শিশু এক সঙ্গে বাড়ির সামনে খেলা করছিল। পরে অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির সামনের ডোবার পানিতে তাদের মরদেহ ভাসতে দেখা যায়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পানিতে ডুবে তিন শিশু মৃত্যুর খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।
লিপসন আহমেদ/এমআরআর/জিকেএস