‘শ্রেণিভেদ ভাঙি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে’ শ্লোগানে নেত্রকোনায় দিনব্যাপী উদীচীর পঞ্চদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বর্তমান সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক অসিত ঘোষকে পুনরায় নির্বাচিত করে ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
শুক্রবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জেলা পাবলিক হল মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন উদীচীর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার। এসময় উদীচীর আয়োজনে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অসিত ঘোষের সঞ্চালনায় জেলা পাবলিক হলে আলোচনা সভা হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল আলম, আব্দুস সালাম, সদস্য মিজানুর রহমান, সারওয়ার কামাল রবীন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি মোজাম্মেল হোসেন টুকু, জেলা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান, সাংস্কৃতিক কর্মী স্বপন কুমার পাল, দেবাশীষ সরকারসহ স্থানীয় উদীচীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এইচ এম কামাল/এমআরআর/জিকেএস