দেশজুড়ে

রোজা শুরু করেছেন শরীয়তপুরের অর্ধলাখ মানুষ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ছয় উপজেলার অন্তত ৪০টি গ্রামের অর্ধলক্ষাধিক মুসলমান রোজা রাখা শুরু করেছেন।

শুক্রবার (১ এপ্রিল) রাতে ওইসব এলাকার মুসল্লিরা তারাবির নামাজ পড়েছেন। শনিবার (২ এপ্রিল) ভোরে সেহরি খেয়ে রোজা রাখা শুরু করেন তারা।

এলাকাবাসী জানান, শরীয়তপুরের উপজেলার ৪০টি গ্রামের কয়েক হাজার মানুষ ১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশের সঙ্গে মিল রেখে রমজান এবং ঈদ পালন করে আছেন।

খোঁজ নিয়ে জানা যায়, সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬৯ দেশে শুক্রবার (১ এপ্রিল) চাঁদ দেখা যাওয়ায় আজ ওইসব দেশে রোজা রাখছেন। তাই তাদের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের শাহ সুরেশ্বরীর (রা.) অনুসারীরা রোজা রেখেছেন।

সুরেশ্বর দরবার শরিফের পীর সৈয়দ তৌহিদুল হোসাইন শাহীন নূরী জাগো নিউজকে বলেন, আমরা শুধু ঈদ না সব ধর্মীয় উৎসব সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করি। আজ শনিবার শরীয়তপুরের ছয় উপজেলার ৪০ গ্রামের অন্তত অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান রোজা রেখেছেন।

মো. ছগির হোসেন/এসজে/জিকেএস