রমজান এলেই অসহায়, দুস্থ ও নিম্নবিত্ত শ্রেণির মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেন ব্যবসায়ী ইমাম উদ্দিন। গত ১০ বছর ধরে তিনি ইফতারসামগ্রী বিতরণ করছেন।
ইমাম উদ্দিন ফেনীর দাগনভূঞা উপজেলার গজারিয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
এ কাজে গতি আনতে সেবক নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালু করেছেন ইমাম উদ্দিন। বেশ কয়েক বছর ধরে সংগঠনটির নামে এলাকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
ইমাম হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি রাজধানীতে একটি ট্রাভেল এজেন্সির ব্যবসা করেন। নিজের সামর্থ্য ও এলাকার কিছু বিত্তবানদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে শুক্র ও শনিবার ৭৫ জন অসহায় ও দুস্থদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেছেন। এতিমখানায় ৩৫ জন শিক্ষার্থীর কাছে ১০ দিনের ইফতারসামগ্রী পৌঁছে দিয়েছেন। আরও বড় পরিসরে ইফতারসামগ্রী বিতরণের ইচ্ছা রয়েছে জানান তিনি।
স্থানীয় কামরুন নাহার বলেন, ‘আমরা গরিব মানুষ। দিনভর রোজা রাখার পর আর্থিক অনটনে অনেক সময় চাহিদামতো ইফতার কিনতে পারি না। ইমাম উদ্দিনের দেওয়া ইফতারসামগ্রীর ব্যাগ আমাদের পরিবারে আনন্দ এনে দিয়েছে। ওই ব্যাগে ২ কেজি ছোলা এবং ১ কেজি করে মুড়ি, চিড়া, খেজুর, চিনি, পেঁয়াজ, তেল ও ডাল রয়েছে। নুর উল্লাহ কায়সার/এসআর/এএএ্ইচ