রমজানে নিত্যপণ্য মজুত ও মূল্যবৃদ্ধি ঠেকাতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই দোকানীকে জরিমানা ও সব দোকানে মূল্য তালিকা টাঙানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (৩ এপ্রিল) বিকেলে বাংলাহিলি কাঁচাবাজারে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর এ আলম অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, রমজানে খাদ্যপণ্য মজুত করে কৃক্রিম সংকট তৈরির মাধ্যমে দ্রব্য মূল্যবৃদ্ধি ঠেকাতে অভিযান পরিচালিত হয়। এসময় দুই দোকানীকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সব ব্যবসায়ীদের মূল্য তালিকা টাঙানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
মো. মাহাবুর রহমান/আরএইচ/এএসএম