২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সাদেক হোসেন খানকে (৩৫) অপহরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (৩ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সিনিয়র স্টাফ নার্সকে হাসপাতাল চত্বর থেকে অপহরণের ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় আটক মাইক্রোবাসের চালক সাইফুল ইসলামসহ দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, অপহরণের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সাদেক হোসেন খানের হাসপাতালে নাইট ডিউটি ছিল। এর মাঝে এশা ও তারাবি নামাজ পড়তে হাসপাতাল মসজিদে যান তিনি। নামাজ শেষে রাত ১০টার দিকে মসজিদ থেকে বের হলে ৭/৮ জন যুবক তাকে টেনে-হিঁচড়ে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যান। এই খবর পেয়ে হাসপাতালে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশ সদস্যরা আসেন। সাদেককে উদ্ধারে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।
রাতে পুলিশি অভিযান চলাকালে সুলতানপুর-আখাউড়া সড়কে অপহরণে ব্যবহৃত মাইক্রোবাসটি পেয়ে পুলিশ আটকানোর চেষ্টা করলে তারা পালিয়ে যান। পরে রোববার ভোরে অপহৃত সাদেককে অপহরণকারীরা ছেড়ে দিলে তিনি থানায় আসেন। এরই মধ্যে এ ঘটনায় অপহরণে ব্যবহৃত মাইক্রোবাস ও এর চালক সাইফুল ইসলামকে (৩০) আটক করে পুলিশ।
আবুল হাসনাত মো. রাফি/এমআরআর