বাগেরহাটে ৩ হাজার ৮০ লিটার সয়াবিন তেল মজুত রাখায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৪ এপ্রিল) দুপুরে শহরের নাগেরবাজার এলাকায় সিয়াম এন্টারপ্রাইজের গোডাউনে অভিযান চালিয়ে এ জরিমানা করেন বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী।
তিনি বলেন, সোমবার দুপুরে শহরের নাগেরবাজার এলাকায় সিয়াম এন্টারপ্রাইজের গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় ৩ হাজার ৮০ লিটার সয়াবিন তেল মজুত রাখার অপরাধে ওই দোকানের মালিক মোকবুল হোসেন খোকনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসজে/এএসএম