জাতীয়

শাহ আমানতে যাত্রীর লাগেজ থেকে সিগারেট জব্দ

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ থেকে ২০০ কার্টন সিগারেট জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস।

সোমবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় ইজি ব্রান্ডের এসব সিগারেট জব্দ করা হয়। ওই যাত্রী শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে বাংলাদেশে আসেন।

বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার নিয়ামুল হাসান জাগো নিউজকে বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি-৯৫২২ ফ্লাইটের এক যাত্রীর লাগেজ স্ক্যানিং করার সময় সিগারেট জাতীয় বস্তুর উপস্থিতি পাওয়া যায়। এসময় যাত্রীর উপস্থিতিতে লাগেজ কাটা হলে সেখানে ইজি ব্রান্ডের ২০০টি মিনি কার্টন সিগারেট পাওয়া যায়।

এসব সিগারেট রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান তিনি।

ইকবাল হোসেন/জেডএইচ