দেশজুড়ে

লক্ষ্মীপুরে পিকআপচাপায় এক ব্যক্তি নিহত

লক্ষ্মীপুরে রাস্তা পারাপারের সময় পিকআপভ্যানের চাপায় আবদুল গনি (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের বিসমিল্লাহ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় পিকআপসহ চালক মো. মহসিনকে আটক করেছে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

নিহত আবদুল গনি সাতক্ষীরা জেলার শ্যামনগর এলাকার মন্দার মোল্লার ছেলে।

পুলিশ জানায়, বিসমিল্লাহ রোডের একটি দোকানে বাবুর্চির কাজ করতেন গনি। ঘটনার সময় রাস্তার পার হতে গেলে পিকআপটি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরী বলেন, মরদেহ থানায় রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।

কাজল কায়েস/জেডএইচ/