শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর পদ্মা নদী থেকে বিথি আক্তার (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার গোসাইরহাট ইউনিয়নের দাতরা গ্রামে পদ্মা নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। বিথি ওই গ্রামের বাবুল জমাদ্দারের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী।
গোসাইরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আসাদুজ্জামান রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার (৩ এপ্রিল) দুপুরে দাদি মজিতুন্নেসা বেগমের সঙ্গে বাড়ির পাশের পদ্মা নদীতে গোসল করতে যায় শিশু বিথি। তখন ঢেউয়ের পানিতে ডুবে যায় সে। পরিবারের সদস্যসহ স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তাকে পায়নি। পরে গোসাইরহাট ফায়ার সার্ভিস ও বরিশালের ডুবুরি দল দুইদিন পদ্মা নদীতে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। আজ সকাল ৬টার দিকে কুচাইপট্টি ব্রিজের নিচে এক জেলে বিথির মরদেহ দেখতে পেয়ে খবর দিলে স্থানীয়রা উদ্ধার করেন। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম সুমন বলেন, শিশুটি নিখোঁজের বিষয়টি আমি জানি। ঘটনাস্থলে পুলিশও পাঠিয়েছিলাম। তবে শিশুটির মরদেহ উদ্ধার হয়েছে মাত্র শুনলাম, খোঁজ নিচ্ছি।
মো. ছগির হোসেন/এমআরআর/এএসএম