দেশজুড়ে

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে সদর উপজেলার গোয়ালডুবি এলাকা থেকে রিয়া নামে (১৫) ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

রিয়া সদর উপজেলার গোয়ালডুবি গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। এর আগে দুপুর ২টার দিকে পদ্মায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে।

স্থানীয়রা বাসিন্দা সিয়াম আহম্মেদ বলেন, দুপুর ২টার দিকে পদ্মায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয় রিয়া। এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে বিকেল ৫টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোযাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানে হয়েছিল। পরে মরদেহ উদ্ধার করা হয়।

সোহান মাহমুদ/এমআরআর/জিকেএস