সিরাজগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। সোমবার (৪ এপ্রিল) দিনগত রাতে শেরপুর উপজেলার সীমাবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে কারিমুল ইসলাম (৩৮) ও ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাড়ীপাকু গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে রাসেল (২২)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় দুটি মোবাইল, নগদ তিন হাজার ৪৩৯ ও একটি ট্রাকসহ (ঢাকা মেট্রো-ট-১৮-৭৪৬৪) তাদের আটক করা হয়।
র্যাব-১২ এর মিডিয়া কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের নামে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
আরএইচ/জিকেএস