টাঙ্গাইলের মির্জাপুরে গজারি বন থেকে চায়না আক্তার (৩০) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর এলাকায় বনের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের ইয়াদ আলীর মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সোমবার ইফতারের পর বাড়ি থেকে নিখোঁজ হন চায়না আক্তার। বুধবার দুর্গন্ধ পেয়ে স্থানীয় লোকজন তার বাড়ির পাশের গজারি বনে খোঁজ নিলে সেখানে চায়নার গলাকাটা মরদেহ দেখতে পায়।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাখাওয়াত হোসন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এস এম এরশাদ/আরএইচ/জেআইএম