দেশজুড়ে

মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয় আব্দুল্লাহ

২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় ২৯১ দশমিক ৫ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের আব্দুল্লাহ। ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি।

আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জের রাজারামপুর উপজেলার ব্যাংডুবি পাড়া এলাকার মো. মইদুল ইসলামের ছেলে। মইদুল ইসলাম গত ১৫ বছর ধরে নামোশংকরবাটি ভবানীপুর জামে মসজিদে ইমামতি করছেন।

জাগো নিউজকে তিনি বলেন, আমার একমাত্র ছেলে আব্দুল্লাহ ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে এতে আমরা অনেক আনন্দিত। সে ২০১৯ সালে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০২১ সালে রাজশাহী কলেজ থেকে এইচএসসি পাস করেছে। আব্দুল্লাহ ছোট থেকেই ভালো ছাত্র। এইচএসসি পরীক্ষায় সাধারণ ও এসএসসি, জেএসসি ও পিএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল সে। আব্দুল্লাহ জাগো নিউজকে বলেন, অনেক কষ্ট করে মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি। পরীক্ষার সময় আমার পছন্দের সব কিছুই ছেড়ে দিয়েছিলাম। আমার পড়তে ভালো লাগে না তারপরও বেশি করে পড়তাম। এক কথায় পছন্দের কাজগুলো ছেড়ে অপছন্দের কাজটাই বেছে নিয়েছিলাম। শুধু চিকিৎসক হয়ে গরীব মেহনতি মানুষের সেবা করবো বলে।

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুন জাগো নিউজকে বলেন, আব্দুল্লাহ আমাদের স্কুলের ছাত্র ছিল। ছেলেটা খুব শান্ত এবং খুব কম কথা বলে। কিন্তু পড়াশোনায় অনেক ভালো। ২০১৭ সালে ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে হামদ ও নাত প্রতিযোগিতায় সারা দেশে প্রথম হয়েছিল সে। তখন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করে আব্দুল্লাহ।

এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এক লাখ ৩৯ হাজারের বেশি শিক্ষার্থী। এদের মধ্যে ৪০ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছেন ৭৯ হাজার ৩৩৯ জন। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ। এ ভর্তি পরীক্ষায় ৯২ দশমিক ৫ পেয়ে প্রথম হয়েছেন সুমাইয়া মোসলেম মীম  নামে এক মেয়ে।

সোহান মাহমুদ/এসজে/জিকেএস