দেশজুড়ে

ভোলায় গাঁজাসহ মহিলা ভাইস চেয়ারম্যানের ছেলে গ্রেফতার

প্রায় দুই কেজি গাঁজাসহ ভোলার মনপুরা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার রেবুর ছেলে মো. রুবেলসহ (২৬) দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অপরজনের নাম রাসেল।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার চর জতিন গ্রামের মজনু মেম্বারের বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ আহমেদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে উপজেলার চর জতিন গ্রামের মজনু মেম্বারের বাড়ির সামনে থেকে গাঁজাসহ ওই দুই যুবকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মনপুরা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

জুয়েল সাহা বিকাশ/বিএ/জিকেএস