বগুড়ায় আদরী রানী (৪২) নামে এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ এপ্রিল) রাত ১১টার দিকে কাহালু উপজেলার কাশ্মিমালা এলাকার একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত রমজানের স্ত্রী।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের সতিনের দুই ছেলেসহ চারজনকে আটক করেছে। আটকরা হলেন- আদরীর সতিনের ছেলে লিটন (৩৫), দোয়েল (২৮), লিটনের স্ত্রী নাজমা (২৭) ও একই গ্রামের লোকমানের ছেলে রকি (৩৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কাশ্মিমালা গ্রামের রঞ্জুর বাড়িতে অন্য নারীদের সঙ্গে তারাবি পড়তে যান আদরী। তারাবির পর স্থানীয় একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন বলেন, আদরীর গলায় ফাঁসের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
এমআরআর/জেআইএম