দেশজুড়ে

সেপটিক ট্যাংক খোঁড়ার সময় মাটিচাপায় স্কুলছাত্র নিহত

সিরাজগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের মাটিচাপা পড়ে শান্ত (১৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন।

রোববার (১০ এপ্রিল) বিকেলে পৌর এলাকার সয়াধানগড়া মধ্যপাড়া মহল্লায় এ ঘটনাঘটে।

শান্ত সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার বাবলু শেখের ছেলে। সে সিরাজগঞ্জ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, শান্তর পরিবার অচ্ছল হওয়ার পড়ালেখার পাশাপাশি সে শ্রমিকের কাজ করতো। বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মধ্যপাড়া মহল্লার আব্দুল কাদের লিটন ঠিকাদারের বাড়িতে সেপটিক ট্যাংকে কাজ করছিলো শান্ত। কাজের এক সময় মাটি ধসে চাপা পড়ে শান্ত।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সেপটিক ট্যাংকের নিচের মাটির সরিয়ে শান্তর মৃতদেহ উদ্ধার করে।

রাকিবুল ইসলাম রুবেল/আরএইচ/জিকেএস