মেহেরপুরের গাংনীতে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরুর আগে চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে মহিবুল ইসলাম নামের এক যুবলীগকর্মীসহ আহত হয়েছেন অন্তত পাঁচজন।
রোববার (১০ এপ্রিল) বিকেল ৩টার দিকে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সম্মেলন স্থলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাংনীর সংসদ সদস্য (এমপি) ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামানের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়। ছোট-বড় মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন। এক পযার্য়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে যুবলীগকর্মী এসএম নাজমুল হক সাগরের সমর্থকদের সঙ্গে এমপি সাহিদুজ্জামানের সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। এতে যুবলীগকর্মী মহিবুল ইসলামের মাথা ফেটে যায়। আহত হন আরও চারজন। গুরুতর আহত অবস্থায় মহিবুল ইসলামকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, সমাবেশে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। এ কারণে সমাবেশে সংঘর্ষ বাধার সঙ্গে সঙ্গে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন বলেন, চেয়ারে বসাকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আওয়ামী লীগের নেতা ও পুলিশ ঘটনাটি সামাল দেই। পরে কেন্দ্রীয় নেতারা সমাবেশ স্থলে প্রবেশ করেন।
সম্মেলনে এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান, গাংনী পৌর মেয়র আহাম্মদ আলী, উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আসিফ ইকবাল/এসআর/জিকেএস