কক্সবাজারের টেকনাফে ঘুমন্ত স্ত্রীর গলায় রশি পেঁচিয়ে হত্যার অভিযোগে মো. ইয়াছিন (২০) নামের এক যুবককে আটক করেছে এপিবিএন।
সোমবার (১১ এপ্রিল) ভোরে উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি-ব্লকের একটি শেড থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম পারভীন আক্তার (১৮)। তিনি একই ক্যাম্পেরব ডি-ব্লকের বশির আহমেদের মেয়ে। অপরদিকে আটক মো. ইয়াছিন একই এলাকার কালু হাজীর ছেলে।
এবিপিএন সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে রোববার গভীর রাতে ঘুমন্ত পারভীন আক্তারের গলা রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন মো. ইয়াছিন। খবর পেয়ে সকালে ইয়াছিনকে আটক করে মরদেহ হাসপাতালে পাঠানো হয়।
টেকনাফ-১৬ আর্মড পুলিশ ব্যটালিয়নের (এপিবিএন) অধিনায়ক তারিকুল ইসলাম তারিক জানান, এ বিষয়ে আইনগত কার্যক্রম পক্রিয়াধীন।
আরএইচ/এমএস