হাওর অঞ্চলে বোরো মৌসুমে আকস্মিক বন্যা হওয়া নতুন কোনো ঘটনা নয়। তবে এবারের বন্যা অনেক আগেই শুরু হয়ে গেছে। এরই মধ্যে নেত্রকোনা ও সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে বন্যায় অনেক ধান তলিয়ে গেছে।
তাই হাওরের ধান সঠিক সময়ে ঘরে তুলতে কৃষকদের সহায়তা করতে এগিয়ে এসেছে এসিআই মটরস। হাওর বেষ্টিত জেলাগুলোতে এরই মধ্যে ১৫০ এর বেশি ইয়ানমার কম্বাইন হারভেস্টার বিতরণ করছে এসিআই মটরস।
বাংলাদেশের সবচেয়ে আধুনিক জাপানি প্রযুক্তির এই কম্বাইন হারভেস্টার হাওরের কৃষকদের মাঝে বিতরণ উপলক্ষে নেত্রকোনা জেলার আটপাড়া ও কেন্দুয়া উপজেলায় গত ১০ এপ্রিল উপজেলা কৃষি অফিসের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আটপাড়া উপজেলায় ১০টি ও কেন্দুয়া উপজেলায় ৪টি ইয়ানমার হারভেস্টার ডেলিভারি দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল। এছাড়াও উপস্থিত ছিলেন- আটপাড়া ও কেন্দুয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি অফিসারসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
হারভেস্টারের সার্ভিস সঠিক সময় নিশ্চিত করার জন্য হাওর এলাকায় অতিরিক্ত টেকনিশিয়ান ও ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়েছে এসিআই মটরস্। শুধু তাই নয়, হাওর অঞ্চলে হারভেস্টার সার্ভিসের কথা চিন্তা করে স্থাপন করা হয়েছে ইয়ানমার সার্ভিস সেন্টার। স্পেয়ার পার্টস ও সার্ভিস দেওয়াকে তরান্বিত করতে এসিআই মটরসের আরো রয়েছে ইয়ানমার সার্ভিস ভ্যান।
এমআরএম/জেআইএম