হবিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক। সোমবার (১১ এপ্রিল) হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ইফতার মাহফিল, দোয়া ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খানের পরিচালনায় ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা ও মতবিনিময় সভায় বক্তব্য দেন- হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার এহসান হাবিব জয়, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান ও মোহাম্মদ শাবান মিয়া।
এসময় উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের জনসংযোগ বিভাগের ম্যানেজার মাকছুদ-উল ইসলাম এবং ডেপুটি ম্যানেজার হুমায়ুন আহম্মেদ, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি অ্যাডভোকেট শফিকুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, মোহাম্মদ নাহিজ, গোলাম মোস্তফা রফিক, হারুনুর রশিদ চৌধুরী, শোয়েব চৌধুরী, শফিকুল আলম চৌধুরী, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, সায়েদুজ্জামান জাহির, চৌধুরী মাসুদ আলী ফরহাদ প্রমুখ।
ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক এমএ ওয়াহেদ।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/কেএসআর