কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আবুল কালাম (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।মঙ্গলবার (১২ এপ্রিল) এশার আজান চলাকালে ঘটনাটি ঘটে।
নিহত আবুল কালাম সদরের ঝিলংজা পাওয়ার হাউজ (হাজী পাড়া) এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান সিকদার।
মঙ্গলবার মাঝরাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে শহর পুলিশ ফাঁড়ির আইসি মো. আনোয়ার হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কিভাবে ছুরিকাহত হয়েছেন তা এখনো বিস্তারিত জানা যায়নি। ঘাতকদের শনাক্ত করা যায়নি। ঘটনার বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে।
এমএইচআর