দেশজুড়ে

আটলান্টিকের রেড স্ন্যাপার মাছ দেখতে বাজারে ভিড়

বরগুনায় জেলের জালে আটলান্টিকের রেড স্ন্যাপার প্রজাতির একটি মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) রাত ১০টার সময় বরগুনা পৌর শহরে মাছ বাজারে গিয়ে এ মাছটির দেখা মেলে। এ সময় মাছটি দেখতে ক্রেতাদের ভিড় জমে যায়।

স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, মাছটি পৌর মাছ বাজারের রফিক সর্দারের মৎস্য আড়ত থেকে পাইকারি দরে কিনে খুচরা বিক্রি করতে এনেছেন একই বাজারের খুচরা বিক্রেতা মেহেদী হাসান।

খুচরা বিক্রেতা মেহেদী হাসান জাগো নিউজকে বলেন, আমি এই মাছ এর আগে দেখিনি। মাছটি দেখতে ক্রেতাদের ভিড় জমে গেছে।

তিনি আরো বলেন, ৮ কেজির এ মাছটি ৬শ টাকা কেজি দরে কিনে ৭শ টাকা কেজি দরে বিক্রির হাঁক তুলেছি।

ক্রেতা ছগির হোসেন জাগো নিউজকে বলেন, এই মাছ এর আগে দেখিনি। তবে শুনেছি এটি সামুদ্রিক মাছ। দাম বেশি চাওয়ায় কিনতে পারছি না।

মৎস্য আড়ৎদার রফিক সর্দার জাগো নিউজকে বলেন, বঙ্গোপসাগরে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। যদিও এ মাছ এর আগে এই বাজারে ওঠেনি। তবে এটি সামুদ্রিক মাছ হওয়ায় ব্যাপক চাহিদা রয়েছে। তাই দাম একটু বেশিই।

বরগুনা জেলার মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জাগো নিউজকে বলেন, মাছটি দেখতে কিছুটা আফ্রিকান রেড স্ন্যাপারের মতো। রেড স্ন্যাপার সাধারণত আটলান্টিক মহাসাগরে বেশি পাওয়া যায়। যদি তাই হয় তাহলে হয়ত সমুদ্রের পানিতে এটি দেশের উপকূলে এসেছে।

এফএ/এএসএম