মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় ঝলক (২২) নামের এক কাউন্সিলপুত্র খুন হয়েছেন।
বুধবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ঝলক মিরকাদিম পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. লিটনের ছেলে। পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে বলে দাবি স্বজনদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিরকাদিম লঞ্চঘাটের ইজারা ও আধিপত্য নিয়ে পৌরসভার নৈদিঘির পাথর এলাকার শরিয়তউল্লাহ মুন্সীর ছেলে জিল্লুর গ্রুপের সঙ্গে কাউন্সিল লিটন গ্রুপের বিরোধ চলছিল।
বুধবার দুপুর ১২টার দিকে লিটন ও তার ছেলে ঝলকসহ তাদের লোকজন নিয়ে লঞ্চঘাট এলাকা যান। সেখানে আগে থেকে উপস্থিত ছিল জিল্লুর ও তার লোকজন। এ সময় ইজারা নিয়ে দুগ্রুপের বাকবিতণ্ডা হয়। এ সময় জিল্লুর গ্রুপের একজন ছুরিকাঘাত করেন কাউন্সিলরপুত্র ঝলককে। তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজ আবেদিন জাগো নিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। ঘটনায় জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে।
আরাফাত রহমান সাকিব/এসজে/জিকেএস