বিনোদন

নতুন লুকে জ্যাকলিন

চলতি বছর ‘কীক’ ছবির মাধ্যমে দর্শকদের মাঝে ভালই জাদু ছড়িয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ। এ ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করে বছরজুড়েই আলোচনায় ছিলেন তিনি। তবে চলতি বছর আর কোন ছবি মুক্তি পাচ্ছে না তার। সোহেল খানের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে চলতি বছর কাজ শুরু করার কথা থাকলেও সালমানের শিডিউলের কারণে সেটি পিছিয়ে গেছে।এ বছর না পাওয়া গেলেও নতুন বছরে বেশ নতুন রূপে পর্দায় আসছেন জ্যাকলিন। আগামী বছরের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় চারটি ছবি মুক্তি পেতে যাচ্ছে তার। এরই মধ্যে রণবীর কাপুরের বিপরীতে ‘রয়’ ছবির কাজ শেষ করেছেন তিনি। অন্যদিকে যশরাজ ফিল্মসের নতুন ছবিতেও চুক্তিবদ্ধ হয়ে কাজ করছেন। নাম না ঠিক হওয়া এ ছবিতে তাকে দেখা যাবে অর্জুন কাপুরের বিপরীতে। সালমান-জ্যাকুলিনকে নিয়ে ঘোষণা দেয়া ছবিটিও নতুন বছরের প্রথম দিকে শুরু হবে বলেও জানিয়েছেন সোহেল খান।তবে সম্প্রতি জ্যাকুলিন নতুন করে আলোচনায় এসেছেন তার হলিউড প্রজেক্ট দিয়ে। ‘অ্যাকোর্ডিং টু ম্যাথিউ’ নামক একটি হলিউড ছবির কাজ করছেন তিনি। এ ছবির জন্য নিজের লুক সম্পূর্ণ পরিবর্তন করেছেন তিনি। সাজ, পোশাক, হেয়ার স্টাইল থেকে প্রতিটি ক্ষেত্রেই পরিবর্তন এনেছেন জ্যাকলিন। তবে মজার বিষয় হলো যেখানে ছবি করতে গিয়ে অভিনেত্রীরা ওজন কমান সেখানে এ ছবির জন্য ওজন বাড়িয়েছেন তিনি। জিরো ফিগারের জ্যাকলিন এ ছবির জন্য ৭ কেজি ওজন বাড়িয়েছেন। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি।এ বিষয়ে জ্যাকুলিন বলেন, এটা আমার স্বপ্নের একটি ছবি। এখানে শতভাগ দিয়েই কাজ করছি। তবে দর্শক আমাকে দেখে খুব অবাক হবেন। অনেকে না-ও চিনতে পারেন। কারণ, আমার লুক পুরোপুরি পরিবর্তন করা হয়েছে এখানে। ওজন খানিকটা বাড়িয়েছি। সব মিলিয়ে আমি ছবিটি নিয়ে যেমন উত্তেজিত তেমনি আশাবাদী।