দেশজুড়ে

মৌলভীবাজারের জনপ্রিয় চিকিৎসক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের জনপ্রিয় চক্ষু বিশেষজ্ঞ ডা. সৈয়দ কেফায়েতুল্লাহ মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে রচস্টার বাফেলোর কাছে এ দুর্ঘটনা ঘটে।

ডা. সৈয়দ কেফায়েতুল্লাহর বন্ধু মৌলভীবাজারের সুব্রা এলাকার ব্যবসায়ী লিয়াকত মিয়া বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সড়ক দুর্ঘটনায় ডা. সৈয়দ কেফায়েতুল্লাহর স্ত্রী ও শ্যালক গুরুতর আহত হয়েছেন। তারা হাসপাতালে ভর্তি আছেন।

ডা. সৈয়দ কেফায়েতুল্লাহ মৌলভীবাজারের একজন জনপ্রিয় চোখের চিকিৎসক হিসেবে সমাদৃত ছিলেন। তর বাড়ি মৌলভীবাজার শহরের বনবীথি এলাকায়। যুক্তরাষ্ট্রে সস্ত্রীক বেড়াতে গিয়েছিলেন তিনি।

আব্দুল আজিজ/এসজে/জিকেএস